“আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস ২০২১” উপলক্ষ্যে ‘Unity Behind Diversity’ শীর্ষক পিস আড্ডা অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। যৌথভাবে আড্ডাটির আয়োজন করে উইমেন পিস ক্যাফে ও অরণ্য নামক দুটি সংগঠন।
মঙ্গলবার(১৬ নভেম্বর) উইমেন পিস ক্যাফের সভাপতি মেশকাতুল জিনান এর সঞ্চালনায় বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে অবস্থিত অরণ্য উন্মুক্ত পাঠাগারে আড্ডাটি অনুষ্ঠিত হয়। তরুণদের মাঝে সহিষ্ণুতা, সমাজের শান্তি প্রতিষ্ঠায় সহিষ্ণুতাসহ সহিষ্ণুতার বিভিন্ন দিক এই আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এবং অতিথি হিসেবে ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী উল্লাহ, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারি অধ্যাপক নাহিদুল ইসলাম ও থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাজ স্বর্ণপ্রভা।
সহিষ্ণুতা দিবসের এই আয়োজন সম্পর্কে ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, “ছাত্র-শিক্ষকদের নিয়ে এই ধরণের আয়োজন আরও হোক। উন্মুক্ত আলোচনার মাধ্যমে আন্তঃসম্পর্ক আরও প্রগাঢ় হোক। আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে অনেক ধন্যবাদ।”
নাহিদুল ইসলাম বলেন, ” সহিষ্ণুতা দিবস সম্পর্কে জানতে হলে একইসাথে অসহিষ্ণুতা সম্পর্কেও ধারণা রাখতে হবে, কেন মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে এবং কম কথা বলা ও বেশী শোনার চর্চা করতে হবে। অসহিষ্ণুতার চূড়ান্ত রূপই হলো সহিংসতা।”
ড. মেহেদী উল্লাহ বলেন, “সহিষ্ণুতার সাথে মনস্তাত্ত্বিক বিষয় জড়িত। মানুষ যা চায় তা না পেলেই তার মাঝে অবদমন কাজ করে, যা পরবর্তীতে অসহিষ্ণুতায় রূপ নেয়। তাই মানুষের আত্মপ্রবৃত্তিকে সংবরণ করে চলা শিখতে হবে।”
সবশেষে অরণ্য সংগঠনের উপদেষ্টা জনাব নাহিদুল ইসলাম এর কবিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Leave a Reply