আনোয়ার হোসেন কাজলকে সভাপতি এবং আসাদুজ্জামান বাপ্পিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের “পূর্বধলা স্টুডেন্ট এসোসিয়েশন”।
বৃহস্পতিবার( ২৮ জুলাই ) সংগঠনটির উপদেষ্টামন্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে হারুন-অর-রশিদ, তাসলিমা জিনিয়া, ফাহিম বিন, পূজা দাস, মেহেদী হাসান মিশু, শফিকুল ইসলাম মামুন, নুরুল আমীন, সাদিয়া তাসনীম,মাজারুল ইসলাম বিপ্লব, আতিয়া রহমান, আব্দুল মোমেন, নাজমুন্নাহার লোপা, আলমঙ্গীর শেখ, তানিয়া জান্নাত, সিদরাতুল হায়াৎ খান,প্রান্ত ঘোষ, ইমাদুল হোসেন খান, মাহফুজুল হাসান মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসবে রয়েছে শফিকুল ইসলাম ফজলু, মাকসুদুল হাসান সিফাত, জায়েদ মাহমুদ খান, আব্দুর রাকিব, মাসুদ রানা, আবুল খায়ের মুন্না, রোমানা রশিদ সাথী। সাংগঠনিক সম্পাদক হিসেবে রেয়েছে তানভীর আহমেদ, তপু চন্দ্ৰ বনিক, নূরে আলম নাহিদ, রাজিয়া সুলতানা কাকলি, আশরাফুন্নাহার সুচি, হাসিব মাহমুদ সুভন,নাসরিন আক্তার জিনুক, তাসলীমুল হাসান আরিফ। কমিটিতে দপ্তর সম্পাদক হিসবে কামরুজ্জামান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক হিসেবে মুর্শিদা আক্তার জীম এবং জেরিন মীম, প্রচার সম্পাদক হিসেবে হাসান মাহমুদ মুসা, উপ-প্রচার সম্পাদক হিসেবে রিতুপর্না চিসিক রিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে সাগর চন্দ্র দে, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে চামেলী আক্তার, ক্রিয়া বিষয়ক সম্পাদক হিসেবে ইফতেকার আলম জুনাইদ আইন বিষয়ক সম্পাদক জান্নাতুল সূচনা, পরিবেশ বিষয় সম্পাদক হিসেবে সোহাগ মিয়া,সমাজ সেবা বিষয়ক সম্পাদক হিসেবে শাওন এবং সদস্য হিসেবে হৃদয়,আতিকা সাব্বির, ফারিনকে মনোনীত করা হয়৷
সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে আছেন পূর্বধলার প্রাক্তন শিক্ষার্থীসহ পূর্বধলা উপজেলা থেকে নিযুক্ত সকল শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
উল্ল্যেখ্য, “পূর্বধলা স্টুডেন্টস এসোসিয়েশন” পূর্বধলা থেকে আগত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের একটি সংগঠন। স্নাতক(সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় পূর্বধলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যরনরত পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূল সম্পর্ক বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি এবং সমাজিক নানা ধরনের কাজ করে থাকে সংগঠনটি।
Leave a Reply