আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে রোটার্যাক্ট ক্লাব অব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কমিটিতে সভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাইব আল জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে আনিল ইসলাম হিমেল নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (৫ জুন) ৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন মশিউর রহমান নীরব, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে খাইরুল বাশার।
এছাড়াও অন্য সদস্যরা হলেন: কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রাইসুল ইসলাম হৃদয়, ক্লাব সার্ভিস ডিরেক্টর সামিয়া জামান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর জিএম মেহেদী হাসান, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর আসাদুজ্জামান বাপ্পী ও মিডিয়া অ্যান্ড ফটোগ্রাফি ডিরেক্টর মোস্তফা নুরুজ্জালাল হীরা।
নতুন দায়িত্ব নিয়ে সভাপতি তাইব আল জামান বলেন, রোটারাক্ট ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পাওয়া আমার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাবিং জীবনের সর্বোচ্চ পদ প্রাপ্তি। এটি সম্পুর্ণ নতুন এবং রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। আশা করি অত্যন্ত নিষ্ঠার সহিত কাজ করার মাধ্যমে আমি এবং কমিটির অন্যান্য সদস্যরা একত্রে আমাদের এই ক্লাবকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো।
সাধারণ সম্পাদক আনিল ইসলাম হিমেল বলেন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে ও সামাজিক উন্নয়নে রোটার্যাক্ট ক্লাবের সাথে দীর্ঘ এক বছর ধরে যুক্ত আছি তাই নতুনভাবে দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে ক্লাবকে অনন্য উচ্চতায় পৌছানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। সবাই মিলে সে লক্ষ্যেই কাজ করবো আমরা।
Leave a Reply