নবনির্বাচিত সাংসদ নুরুজ্জামান বিশ্বাস ও পৌর মেয়র মিন্টুর সাথে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের সাক্ষাৎ করেছে।
আজ শনিবার নব-নির্বাচিত পাবনা-৪ আসনের সাংসদ,পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সাথে সাক্ষাৎ করেছেন নাটোরের নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মী এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
পাবনা-৪ উপনির্বাচনে জয়ী হওয়ায় সিদ্দিক পাটোয়ারী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে তিনি ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পাশ্ববর্তী উপজেলার যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যাক্ত করেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান।
এসময় দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply