পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা-৪ আসনের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের বাসভবনে স্বশরীরে উপস্থিত হয়ে উপ-নির্বাচোদয় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিএনপি নেতা ও পাবনা-৪ আসনের সাবেক সাংসদ সিরাজ সরদার।
সাংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এসময় বলেন,” নির্বাচনে এলাকার মানুষ দল- মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই দলীয় বিবেচনায় নয়, এলাকার সার্বিক উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই।”
এসময় বিএনপি নেতা ও বিএনপির সাবেক সাংসদ সিরাজ সরদার বলেন, “এলাকার উন্নয়নের উপর স্থানীয় জনগোষ্টির অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের ভাগ্য নির্ভরশীল।”
সেজন্যে সার্বিক উন্নয়ন কর্মকান্ডে নূরুজ্জামান বিশ্বাসকে তিনি সর্বাত্মক সহযোগিতা দানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply