অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি ) ডিআইইউ’র স্থায়ী ক্যাম্পাসে সাঁতারকুল ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয়া হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইইউর উপ-উপাচার্য গণেশ চন্দ্র শাহা । তিনি বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বপ্ন ছুঁতে উচ্চ মাধ্যমিকে ভালো ফলের কোনো বিকল্প নেই। তোমরাই হবে আগামীর স্বপ্ন তাই ভালো মতো পড়ে দেশের সেরা ফার্মাসিস্ট হয়ে উঠতে হবে। তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করি।
Leave a Reply