বাগেরহাটে যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে বুধবার সকালে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এর পরপরই সকাল ৭ টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপর বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পরে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেনি পেশার মানুষের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
Leave a Reply