বেসিস-এর তত্ত্বাবধানে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’ ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হয়েছে ন্যাশনাল অ্যারোনটিকস এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন(নাসা) স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১। এ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম প্রিহিম’।
চ্যাম্পিয়ন ও রানারআপ দুটো দলকেই নেতৃত্ব দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক ভার্চুয়াল এ প্রতিযোগিতা’র বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘টিম প্রিহিম’।
নাসা অ্যাপস চ্যালেঞ্জ-২০২১ সংস্লিষ্টরা জানান,
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা’র উদ্যোগে আয়োজিত হয় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’। এ বছর নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫১টি শহরে এ চ্যালেঞ্জ আয়োজন করতে চলেছে। বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) ভার্চুয়ালি এ প্রতিযোগিতাটির আয়োজন করছে।
এবার বরিশাল বিভাগ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘টিম প্রিহিম’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রিহিম টিমের টিম লিডার রওনক বোরহান হিমেল। বিজয়ী টিমের অন্যান্য সদস্যরা হলোঃ লুবানা আক্তার, ইলিয়াসুর রহমান, সাজিদুল ইসলাম। এই টিমের মেন্টর হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে।
এছাড়াও কুমিল্লা বিভাগ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অপর একটি টিম ‘টিম গ্রিন এক্স’ রানার আপ হয়েছে। ‘টিম গ্রিন এক্স’-এর টিম লিডার জাহিদুল ইসলাম রাহাত এবং মেন্টর হিসেবে ছিলেন সম্রাট কুমার দে।
উল্ল্যখ্য, পরবর্তী ধাপে বাংলাদেশের বিভাগীয় চ্যাম্পিয়ন টিমগুলোর মাঝে যারা চ্যাম্পিয়ন হবে ;তাদের মধ্যকার সেরা টিমটি নাসা স্পেস অ্যাপ-২০২১ এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে একদম আন্তর্জাতিক পর্যায়ে; যা অনেক বড় সম্মান ও অর্জনের হাতছানি দিচ্ছে।
Leave a Reply