বিশ্ববিদ্যালয়ের ডাকে পরীক্ষা দিতে দেশের প্রায় অধিকাংশ জেলা থেকেই পাবনাতে এসেছিলো পাবিপ্রবিতে পড়ুয়া শিক্ষার্থীরা । তবে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং কঠোর বিধিনিষেধ জারি হওয়ায় পরীক্ষাসমূহ স্থগিত হয়। এক্ষেত্রে প্রায় সকল শিক্ষার্থীরা পাবনাতেই বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান করছে।
সেজন্য শিক্ষার্থীদের দাবী বিবেচনা করে নিজস্ব পরিবহন দিয়ে সকলকে বাড়ি ( জেলা শহর ) গুলোতে পৌছে দিতে চায় পাবিপ্রবি প্রশাসন। এই বিষয়ে পাবিপ্রবি’র সহকারী প্রক্টর ফারুক আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – ” শিক্ষার্থীদের ডাটা কালেকশন চলছে। তাই কয়টা বাস দেওয়া হবে এবং কোথায় কোথায় দেওয়া হবে সেটা ডাটা এনালাইসিস করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো ”
এছাড়াও আগামী ১৪ জুলাইয়ের পর শিক্ষার্থীদের বাড়ি পৌছে দিতে বাস চলাচল শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
Leave a Reply