নিজের সন্তান পাচার করতে গিয়ে পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেড়া উপজেলা ছাত্রলীগের ৭ নং যুগ্ন-আহ্বায়ক মোস্তফা আহমেদ সাদ্দাম।
সরেজমিনে জানা যায় গতকাল বৃহষ্পতিবার (১৬ জুন) দুপুরে সন্তানের পিতা হোন সাদ্দাম। কাশিনাথপুর ক্রিসেন্ট হসপিটাল হতে নিজেই জনৈক বোরকা পরিহিতা এক মহিলার মাধ্যমে নিজ সন্তানকে সরিয়ে দেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে সন্তান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ দেখা যায় সাদ্দাম নিজেই নিজ সন্তান পাচার কাজের সাথে জড়িত।
মোস্তফা আহমেদ সাদ্দাম বেড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়কের পাশাপাশি পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে অনেক আগ থেকেই বিভিন্ন অভিযোগ থাকলেও অজ্ঞাত কারনে কখনো কোন ব্যবস্থা নেয়নি জেলা বা কেন্দ্রীয় ছাত্রলীগ। নিজ দলের কর্মীরাই অনেক আগ থেকেই তার অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন।
এ ব্যাপারে বেড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইঞ্জিঃ মেজবাহ মোল্লা বলেন “ব্যাক্তি বিশেষের অপরাধের দায়ভার কখনো সংগঠন নেবে না।তাকে বেড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং জেলা ছাত্রলীগের সভাপতি না থাকায় ও ভারপ্রাপ্ত সভাপতি এখনো নির্বাচিত না হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কাছে অনুরোধ থাকবে ছাত্রলীগের সকল পদ থেকে যেন সাদ্দামকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।”
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন রেজা খান বাংলাদেশ সারাবেলাকে জানান “তার অপকর্মের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানায় এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম বিবাহিত ছিলো এটা জানার পরেও তাকে যারা পদে বহাল রেখেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা নিতে হবে।”
গতকাল রাতেই মোস্তফা আহমেদ সাদ্দামকে সাথিয়া থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। শেষ খবর পাওয়া অব্দি নবজাতক সন্তানকে উদ্ধার করা হয়েছে। নারী ও শিশু পাচার আইনে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।
Leave a Reply