মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব ১৮ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে বরখাস্ত নোবিপ্রবি শিক্ষক : ছাত্রীরও শাস্তির দাবি শিক্ষার্থীদের  নোবিপ্রবিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন নিয়ম না মানলেও প্রমোশন: নোবিপ্রবির প্রভাষক বিতর্কে প্রশাসন নোবিপ্রবির ১৩ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকদের তথ্য চেয়ে দুদকের চিঠি নোবিপ্রবিতে স্বপ্ন দেখিয়ে অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা দাবি না মানলে রংপুর অচল করে দেয়ার হুমকি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র নেতৃত্বে হুরায়রা ও শাহীন চকরিয়ার হারবাংয়ে বনের হরিণ শিকার করে জবাই ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে: নোবিপ্রবি উপাচার্য পুসাজের আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত চকরিয়ায় পুলিশের উপর হামলাসহ একাধিক ডাকাতি; গ্রেপ্তার ৩ আটঘরিয়ায় কোর্টের রায় অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা দুই ছাত্রদল নেতার জন্য নিয়মবহির্ভূতভাবে মাস্টার্স চালু করলো নোবিপ্রবি কৃষি বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলা নিয়ে মারামারি : দুদিন বন্ধ একাডেমিক কার্যক্রম 

নীল স্বপ্ন

সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৬৩ ০০০ বার

নীল স্বপ্ন

 

আমাকে একটা শাড়ি কিনে দেবে!
“নীল শাড়ি “?
আর তার সাথে ম্যাচীং করা ব্লাউজ আর পেটিকোট?

জানো, খুব ইচ্ছে করে একদিন আমি তোমার জন্য সাজবো,
শুধুই তোমার জন্য।

হাত ভর্তি এক রাশ নীল রেশমী চুড়ি পড়বো,
ঠিক ওগুলো পড়বো নাহ্ যা তুমি সেদিন আমাকে দিলে।
চাই আমি, নতুন করে আমার জন্য নিজ হাতে বাছাই করে নীল চুড়ি নিয়ে আসো।
যেনো আমি চুড়ির ঝনঝন শব্দে তোমাকে মাতিয়ে রাখতে পারি।

চুল ছেড়ে আসবো সেদিন।
কোঁকড়া চুলে নাকি আমায় পাগলের মত লাগে?
কত বার সে কথা শুনেছি তোমার মুখে, তার কোন হিসেব আমি ঠিক দিতে পারবো নাহ্।
তবুও কেন জানি আমি পাগলের মত থাকতে চাই,
হয়ত বা চাই, তুমি একটুখানি হাত বোলাও আমার চুলে।
অথবা….
নাহ্ থাক আজ না হয় নাই বা বলি, সে কথা না হয় অন্য সময় আদায় করে নিও?
নীলিমার মত একটা ছোট্ট নীল টিপ পরবো সেদিন ।
তোমার দৃষ্টিকে আরো গভীরতা দিতে চোখে দেব হালকা কাজল।
শুনেছি কাজলে নাকি মায়াবতী কে আরো মহিনী লাগে?
তুমি অবশ্য আমাকে কখনো মায়াবী বলোনি,
বলোনি কখনো, “বাহ্ আজ তো তোমায় বেশ লাগছে। ”
চাঁদ আর গোলাপের সাথেও কখনও উপমা দাওনি,
প্রকৃতিতে থাকা আর পাঁচটা সুন্দরের সাথেও কখনও আমার সৌন্দর্যের তুলনা তুমি করোনি।

হয়তো বা কিছু খুঁজেই পাওনি, নাকি খুঁজতে চাওনি?
এমন মোটামুটি দেখতে মেয়েটাকে কোন কিছু দিয়ে হয়তো বা বর্ণনাই করা যায় না।

অনেক স্বাধ আমার এক জোড়া দুল পড়বো,
“ঝুমকো”।
আমার কান বেয়ে দুলটা গলাতে এসে বারবার স্পর্শ করবে।
আমিও বারবার চুল সরিয়ে দুলটাকে উন্মুক্ত করে দেব,
ইচ্ছে করে।
যেন সে তোমার চোখে পড়ে।
তুমি যেন একটা বার দুলটা ছুঁয়ে দেখতে চাও,
চাও তুমি তাকে স্থির রাখতে।
আমি চাই, জানো তো আমি আজো খুব করে চাই।

আজো আমি মনে মনে ভাবি,
তুমি আমার জন্য একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে আসবে,
শুধু আমার চুলে পরাবে বলে।
শুধু তার ঘ্রাণ নিতে পারবে বলে।

আর আমাকে তাক লাগিয়ে পকেটে লুকিয়ে রাখা একটা নুপুর?
হ্যাঁ, ঠিক ধরেছো।
একটা নুপুর
চাই তোমার সমস্ত ভালবাসা দিয়ে আমার পায়ে নুপুর পরাও।
হুম , একটা নুপুর ।
বাকিটা না হয় তোমার কাছেই থেকে যাক, স্মৃতি হয়ে।

 

লেখকঃ তাছলিমা রুপ পুতুল, 
ফার্মেসি বিভাগ,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..