পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। গতকাল সন্ধ্যায় এই ঘোষণা আসে আওয়ামীলীগের পক্ষ থেকে।
আজ বিকাল সাড়ে চারটায় পিতা নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন পুত্র, যুবলীগ নেতা দোলন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন নুরুজ্জামান বিশ্বাসের কন্যা সুমাইয়া জামান বিশ্বাস তনিমা ও নুরুজ্জামান বিশ্বাসের জামাই,বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি পুত্র হাবিবুর রহমান।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসহাক মালিথা, ঈশ্বরদী পৌর আওমীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন,ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন মালিথা, সাবেক পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ফেরদৌস জামান রাজু, সলিমপুর ইউনিয়নের যুবলীগ নেতা সোহেল বিশ্বাস, যুবনেতা রকিবুল ইসলাম, আনিসুর রহমান, শাহাজাদা রনি, মহানগর যুবলীগ নেতা আব্দুর রহিম।
Leave a Reply