গত ৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ১৩ জন গবেষক ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি এবং ১২ জন মাস্টার অব ফিলোসফি (এমফিল) ও দুজন ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি লাভ করেছেন যা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেন্ডিকেট সভায় দেয়া হয়।
পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের একজন হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গর্ব নৃবিজ্ঞান বিভাগের অধীনে আবু সালেহ মুহাম্মদ নোমান যিনি কর্মরত আছেন ঢাকা শহরের ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। ২৮ তম বিসিএস ব্যাচের এই চৌকস মেধাবী নোমান ছিলেন ছাত্রজীবনেও অসাধারণ প্রতিভার অধিকারী। ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি,এসএসসি ও এইচএসসি তে স্ট্যান্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে ৪র্থ এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করে।
২০১০ সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করেও নিজের কাজের পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষ ও সমাজের কল্যাণে ব্যবহারে লিখেছেন উল্লেখযোগ্য বেশকিছু প্রবন্ধ যা বিভিন্ন সময়ে দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন একাডেমিক বইয়ের সহ-রচয়িতা হিসেবে লিখেছেন বেশ কিছু বই।
আবু সালেহ মোহাম্মদ নোমানের থেকে সকলের প্রত্যাশা তিনি তার প্রজ্ঞা আর পরিশ্রম বিলিয়ে যাবেন সাধারণ মানুষ আর শিক্ষার্থীদের জন্য।
Leave a Reply