প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ভাওয়াইয়া উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ,
রংপুর মহানগরীর সদস্য পীযুষ কান্তি বর্মনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির আয়োজন করে রংপুর বিভাগের অন্তর্গত জেলাসমূহ।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রসঙ্গে ভাওয়াইয়া উৎসবটির আয়োজন করা হয়। এতে নোবিপ্রবিতে রংপুর বিভাগের অন্তর্গত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নোবিপ্রবিতে কর্মরত রংপুর বিভাগের শিক্ষকরা রংপুরের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের ইতিবৃত্ত তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এছাড়া অনুষ্ঠান আয়োজনে সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান আয়োজকদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ জানান, আমরা প্রথমবারের মতো নোবিপ্রবিতে ভাওয়াইয়া উৎসবের আয়োজন করেছি। উত্তরের সুর দক্ষিণবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ে পরিচয় করিয়ে দেয়াই ছিল মূল লক্ষ্য। সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানের পূর্ণতা এনেছে। আশা করি, প্রতি বছর আমরা এই অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখবো।
Leave a Reply