গান, কবিতা আবৃত্তি, ভোজনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৃহৎ আঞ্চলিক সংগঠন সুবর্ণচর স্টুডেন্ট’স এসোসিয়েশন, নোবিপ্রবি -এর বার্ষিক চড়ুইভাতি ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
সুবর্ণচর স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ জোবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে গত ৭ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত সংগঠনটির সদস্য অজয় মজুমদারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে মধ্যাহ্নভোজ শেষ করে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ, কবিতা আবৃত্তি, গানসহ নানা স্মৃতিচারণ করেন সংগঠনটির সদস্যরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান সোহরাব, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির হোসেন,অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এক্সিম ব্যাংক সোনাপুর শাখার ম্যানেজার সায়েদুজ্জামান সুজন, কবি ফিরোজ শাহ, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন এবং নোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply