নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৬৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন এবং ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ।
রবিবার( ১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা আড়াইটায়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সোহরাব হোসেন উজ্জ্বল, কোষাধ্যক্ষ পদে মাহমুদুর রহমান রিয়াজ , প্রচার ও দফতর সম্পাদক পদে মহিউদ্দিন জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সামছুদ্দোহা রাকিব ও মহিলা সম্পাদিকা পদে তৃষা মজুমদার এবং কার্যকরী সদস্য পদে তারেক মো. রাশেদ উদ্দিন, মো. বাবর আলী ও ইসতিয়াক মোহাম্মদ ফয়সাল নির্বাচিত হন।
নুবায়রা হাফিজ
০১৬৩১৯০১৭৩৩
Leave a Reply