দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক ভাবে দিন দিন বেড়েই চলেছে। চলমান এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সরকার ঘোষিত চলমান লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই) পঞ্চগড় জেলায় যৌথ অভিযান চালায় পুলিশ ও প্রশাসন।
আজ থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে সরকার ঘোষিত এই লকডাউন।লকডাউনের প্রথম দিন সকাল থেকেই পাল্টে গেছে পঞ্চগড় শহর সহ জেলার চিত্র। শহরের বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের চেকপোস্ট ও প্রধান প্রধান সড়কে টহল।
তবে,পঞ্চগড় বাজারের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে দেখা যায়, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী সহ পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন কে।
শহরে গণপরিবহন চলাচল করেনি।বন্ধ ছিল শহরের দোকানপাট । তবে জরুরী প্রয়োজনের তাগিদে কিছু অটোরিক্সা, ভ্যান বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে। পাশাপাশি জনসাধারনের চলাচলও ছিল সীমিত আকারে।
Leave a Reply