পঞ্চগড় জেলায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পঞ্চগড় জেলা পরিষদের অর্থায়নে ২০টি বাইসাইকেল বিতরণ করেছেন।
(বুধবার, ১২ মে) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট জেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার এতিম ছাত্রদের হাতে বাইসাইকেল তুলেদেন ।
জেলা পরিষদ চেয়ারম্যান জানান, মাদ্রাসার এতিম ও অসহায় দরিদ্র পরিবারের ছাত্ররা পায়ে হেঁটে মাদ্রাসায় যায় এবং এতিম ছাত্ররা কারো কাছে অনেক সময় কিছু চাইতে পারেন না তাই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে পর্যাক্রমে জেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জনাব মোঃ শাহীন রেজা মিঙা,সদস্য সচিব নুরুজ্জামান এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোঃ সফিকুল ইসলাম সহ আরো অনেকেই ছিলেন।
Leave a Reply