পটুয়াখালীর দুমকীতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক সভা মুরাদিয়া ইউ পি কার্যালয় সামনে অনুষ্ঠিত হয়। ২৯ শে সেপ্টেম্বর বেলা ১১টায় মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে স্থানীয় শতাধিক জেলেদের উপস্থিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মিয়া। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানা প্রতিনিধি ও মুরাদিয়া বিট অফিসার এস. আই. সঞ্জীব কুমার সরকার, উপস্থিত ছিলেন আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সাংবাদিক এবাদুল হক , এছাড়াও সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সকল প্রকার মৎস্য শিকার,বহন ও বাজারজাতকরণে নিরুৎসাহিত করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। বক্তারা মা ইলিশ জেলেদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন এবং নিষেধাজ্ঞাকালে নদীতে মাছ শিকার না করেন এজন্য সার্বিক সহযোগিতাও কামনা করেন। এসআই সঞ্জীব বলেন নিষেধ অমান্য করলে দুমকী থানা প্রশাসন কঠোর ব্যবস্থা নিবেন।
পরিষেশে সভার সভাপতি দুমকী উপজেলা আওয়ামীলীগ এর ১ নং সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার তার বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply