পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নে আবারো এক রাতে চুরি হইছে তিনটি গৃহস্ত ঘরে বাড়ি। এ চুরির ঘটনায় বিপুল পরিমাণ নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ দামী কাপড় নিয়ে যায় চোরের সঙ্গবদ্ধ দল।কোন রকম সিদ না কেটেই এ চুরির ঘটনা ঘটে।গতকাল বুধবার দিনগত রাত ২ টা থেকে ৩:৩০ দিকে এই ঘটনা ঘটে।
দুমকি বাজারের বিশিষ্ট কাপড় ও জুতো ব্যবসায়ী শহিদুল ইসলাম হাওলাদারের বড় ভাই মোঃআলাউদ্দীন হাওলাদারের এর ঘরে ঢুকে নগদ ৫০,০০০ টাকা ও তার মেয়ের রেখে যাওয়া প্রায় (৩ ভরি)নগদ টাকায় ২,১০,০০০ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়। ঐ রাতে একই বাড়ির হানিফ হাওলাদারের ঘর চুরি হয়।আনুমানিক রাত ২:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বকে জানান ঐ বাড়ির সবাই ।এ দুজনের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে।
অপরদিকে মুরাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাসিন্দা সৈয়দ মোঃশাহজাদার ঘর চুরি হয় । এ সময় ঘরে চোর দল ঘরে ঢুকে বারান্দার সুকেশ খুলে নগদ ৫২,০০০ টাকা ও (০২ ভরি) যা নগদ টাকায় ১,৪০,০০০ এবং ৩০,০০০ টাকা মূল্যের কাপড় চুরি হয় বলে জানান সৈয়দ শাহজাদার ছোট ছেলে সৈয়দ রেদোয়ান। তিনি আরো জানান, আনুমানিক রাত ২ ঘটিকার সময় তার বাড়ি চুরি হয়।
এ ব্যপারে সৈয়দ শাহজাদা নিজে বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিরুদ্ধে দুমকি থানা অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগের মাসে দুমকিতে একই রাতে ১১ টি দোকান ও ২টি গৃহস্থের ঘরে চুরি হয়।তখনো স্বর্ণালঙ্কার নগদ টাকা ও দমি কাপড় চুরি হয়।
Leave a Reply