পটুয়াখালীর দুমকী উপজেলা করোনা ভ্যাকসিন কমিটির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় করোনা ভ্যাক্সিন নিতে উদ্বুদ্ধকরণ আলোচনা অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশিদ হাওলাদার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হক, দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও দুমকী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন । এসময় দুমকী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply