পটুয়াখালীর দুমকীতে ১৫ বছরের তরুনীকে ধর্ষন চেষ্টার মামলায় শাহেন শাহ (১৯) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মোখলেছ সরদার’র কন্যাকে একা পেয়ে গত বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী জাহাঙ্গীর মৃধার ছেলে শাহেন শাহ মুখে ওড়না চেপে পাশের বাড়ীর রান্না ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তরুনীর চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হলে যুবক দৌড়ে পালায়। এ ব্যাপারে মেয়ের মা মোর্শেদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন-২০০০(৩) এর সংশোধনী ৯/৪ (খ) ধারায় শনিবার থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৯। মামলার একমাত্র আসামী শাহেন শাহ’কে পুলিশ গ্রেফতার করে গতকাল রবিবার সকালে আদালতে সোপর্দ করেছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, মামলার তদন্ত অব্যাহত আছে।
Leave a Reply