পটুয়াখালীর দুমকীতে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিনিয়র জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহাবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ, প্রেসক্লাব দুমকীর সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য সালমা, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হাওলাদার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসুচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
Leave a Reply