পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের থানা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আলমগীর হোসেন মৃধা (৫৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানা ব্রিজ সংলগ্ন সাইদ মৃধার ৪তলা ভবনের সামনে রাস্তা অতিক্রমকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা মেরে তাকে রাস্তায় ফেলে দেয়।
স্থানীয় লোকজন ও স্বজনরা খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে লুথ্যারাণ হাসপাতালে নেওয়ার পর অবস্থা সংকটাপন্ন দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
বরিশাল নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাট পৌঁছালে হোসেন মৃধার মৃত্যু হয়।
তিনি শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য এবং বশিরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ঘাতক মোটরসাইকেলসহ চালক রুবেল কাজীকে (২৮) আটক করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply