আজ ২৮শে অক্টোবর রোজ বৃহস্পতিবার পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ১৭ই অক্টোবর ৯ই রবিউল থেকে মাহফিল শুরু হয় এবং আজ২৮শে অক্টোবর ২০শে রবিউল আউয়াল
জশনে জুলুছ, মিলাদ শরীফ,মাজার শরীফ জিয়ারত, দোয়া মোনাজাত ও তাবারক বিতরবের মাধ্যমে সমাপ্তি করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বদরপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুফতী শাহ্ সাইয়্যেদ মুহাম্মদ মু’তাছিম বিল্লাহ রব্বানী মাঃজিঃআঃ।
জশনে জুলুছের নেতৃত্বে ছিলেন দরবার শরীফের সেজপীর ছাহেব কেবলা হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুফতী শাহ্ সাইয়্যেদ মুহাম্মদ আরিফ বিল্লাহ রব্বানী মাঃজিঃআঃ
উপস্থিত ছিলেন বড় পীর সাহেব হুজুরের দুই পীরজাদা, আলেম ওলামা ও বদরপুর দরবার শরীফের মাদ্রাসার ছাত্র, শিক্ষক,দরবার শরীফের মুরিদ ভক্ত আশেকান জাকেরান এবং এলাকার ধর্মপ্রাণ নবী প্রমিক গন।
সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইয়্যেদ নাজমুস সায়াদাত (নাজমুল) সভাপতি শাহ্ বদর উসমানীয়া রব্বানীয়া মাদ্রাসা বদরপুর দরবার শরীফ।।
Leave a Reply