যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “ঐতিহাসিক ৭ই মার্চ” উদযাপিত হয়েছে।ঐতিহাসিক এ দিবসের কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১২টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীগণ।
এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
Leave a Reply