পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) বহিঃস্থ বরিশাল ক্যাম্পাস,এএনএসভিএম অনুষদে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ১৭মার্চ সকাল ৯টায় শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন সংগঠনের ব্যানারে
এএনএসভিএম অনুষদের বঙ্গবন্ধু ম্যুলারের প্রাঙ্গণে উপস্থিত হয় এবং বঙ্গবন্ধু ম্যুলারের পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালি,কেক কাটা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনাসভা এবং পুরষ্কার বিতরণে মাধ্যমে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড.মো:আহসানুর রেজা, জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড.ননী গোপাল সাহা,বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট ড.মোহাম্মদ এনামুল হক কায়েস ,সহকারী প্রভোস্ট ডা.আনোয়ার জাহিদ,ডা.অহেদুল করিম আনসারী।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড.মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, সহকারী প্রভোস্ট ডা.ইয়াছিন আরাফাত, জান্নাতুল বারী।
সহকারী প্রক্টর ড.রিপন চন্দ্র পাল।
অনুষ্ঠান সঞ্চাল করেন সহাকী প্রক্টর ডা.মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় চেয়ারম্যান,শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় প্রধান অতিথি ডিন প্রফেসর ড.মো: আহসানুর রেজা বললেন,
বঙ্গবন্ধু হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙালি,বঙ্গবন্ধুর মতো বীর নেতা বাংলাদেশে জন্মে ছিলেন এটাই বাঙালি জাতির এক অদম্য গর্বের বিষয়।
জাতীয় উদযাপন কমিটির আহবায়ক, প্রফেসর ড.ননী গোপাল সাহা-
অনুষ্ঠানে সবাইকে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাই একসাথে কাজ করার জন্য আহবান জানান।
Leave a Reply