পরবর্তী নির্বাচনের পূর্ব সময় পর্যন্ত পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃত্বে ডন-সোহাগ পরিষদ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত ৯/২/২০২১ ইং তারিখে নির্বাচনে বিজয়ী কমিটিকে আগামী নির্বাচন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন পূর্বক নির্বাচন অনুষ্ঠানের আহব্বান জানানো হয়।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক সাধারণ সভায় উক্ত ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু এবং মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় পূর্ববর্তী নির্বাচনের বিজয়ী সভাপতি হারুনর রশিদ ডন বলেন, পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী এবং সংঘবদ্ধ সংগঠন। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কর্মকর্তাদের সকল ধরণের নৈতিক দাবি আদায়সহ তাদের মৌলিক অধিকার সমূহকে অক্ষূন্ন রাখাই সংগঠনের গুরু দায়িত্ব। আমাদের বিজয়ী কমিটি ৯ ফ্রেব্রুয়ারী,২০২১ ইং তারিখে দায়িত্ব গ্রহন এবং ১৬ মার্চ, ২০২২ অবধি সফল ভাবে দায়িত্ব পালনের পর সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন করি। পরবর্তীতে ১৬ মার্চ, ২০২২ ইং সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন হলেও প্রশাসনের অপরাগতা এবং দায়িত্বহীনতার কারনে ৯ মাস পর প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেন এবং অত্যন্ত পরিতাপের বিষয়,দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলে ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। পরবর্তীতে ২২ জানুয়ারি,২০২৩ ইং সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন হলেও প্রশাসনের হস্তক্ষেপে উক্ত নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যার্থ। তার ই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয় যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সেই সাথে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা জন্য নির্বাচন কমিশনকে উদাত্ত আহবান জানাচ্ছি।
এ সময় পূর্ববর্তী নির্বাচনের বিজয়ী সাধারণ সম্পাদক মো:সোহাগ হোসেন জানান,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সর্বশেষ নির্বাচন হয় ৯/২/২০২১ সালে, পরবর্তী নির্বাচনের সময় নির্ধারণ করা হলেও তা অপর পক্ষ নির্বাচন বানচাল করার জন্য তারা নিয়ম বহির্ভূত নির্বাচন কমিশন করেন, এসকল বিষয় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সকল নেতাবর্গকে জানালে তাঁরা ১৯/০৩/২০২৩ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৯/২/২০২১ তারিখে বিজয়ী প্রতিনিধি পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন পরিচালনা করবেন, আমি পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সকল নেতাবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply