জো বাইডেনের বিজয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি ডোনাল্ড ট্রাম্প। বরং নতুন প্রেসিডেন্টের বিজয় মুহূর্তে গলফ ক্লাবে ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাকে।
এরপর এক ব্রাইডাল পার্টিতে ছবি তোলেন ট্রাম্প। এসময়ও ভোটের ফল নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে নির্বাচনের আগে থেকেই ফল বিপক্ষে গেলে মামলা-মোকদ্দমার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে ভোট গণনা ও ফল প্রকাশ ইস্যুতে চার রাজ্যে মামলা করেছেন তার আইনজীবীরা।
জো বাইডেনের বিজয় ঘোষণায় রাজপথে নেমে এসেছে ট্রাম্প সমর্থকরাও। ভোট চুরি ও ফল নিয়ে কারচুপির অভিযোগে বিভিন্ন শহরে বিক্ষোভ করে তারা।
Leave a Reply