পরানপুরকে হারিয়ে জোরগাছা প্রিমিয়ার লিগ-২০২৪ এর চ্যাম্পিয়ন হয়েছে শিবপুর।
১৮ জুন (মঙ্গলবার) দুপুর ৪ টায় চৌবাড়িয়া মাদ্রাসা মাঠে জোরগাছা প্রিমিয়ার লিগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরানপুর টসে হেরে আগে ব্যাট করে ১২ ওভারে ১২৯/৯ সংগ্রহ করে ১৩০ রানের জবাবে ১১.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছে শিবপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
২ মে শুরু হওয়া টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ১৫৪ রান ও ৫ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় মনি এবং ফাইনালে ম্যাচে সাগর ১৬ বলে অপরাজিত ৪৪ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়।
এছাড়াও টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয় তরিকুল , সেরা বলার সাব্বির, হাসান,এক ইনিংসে সর্বোচ্চ রান মনি, কম বলে ফিফটি শরীফুল ৫০(১৪),সেরা ক্যাচ রফিকুল।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে আদনান মডেল স্কুল এর সৌজন্যে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাচ্চু ও বাসার এবং থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন শামীম । এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আরিফুল ইসলাম পরিচালক আদনান মডেল স্কুল।
ফাইনাল ম্যাচের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার মেম্বরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
Leave a Reply