সেবাই শক্তি শ্লোগানকে সামনে রেখে “পাথেয়” সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় ৩১ টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ইদ সামগ্রী বিতরণ করা হয়।
পাবনা জেলার আটঘরিয়ার হিদাসকোল গ্রামের যুবকদের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটি দুইটি ইদে গরিব ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ইদ সামগ্রী বিতরণ করে থাকে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক শারীফুল ইসলাম বলেন, শুধুমাত্র বছরের দুইটা ইদে নয় আমরা গরিব-দুঃখী ও অসহায় মানুষদের যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখতে পারি।
উল্লেখ্য, পাথেয় ২০১৩ সালে একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।
Leave a Reply