বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিচড়িত আষাঢ়ী পূর্ণিমা পালন করেছে পানছড়ির বৌদ্ধ সম্প্রদায়। সোমবার সকালে শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয় পানছড়ির কিয়াং ও বিহারগুলো।
পানছড়ির বিভিন্ন কিয়াং ও বিহারগুলোতে সকাল থেকে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান), প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন, বুদ্ধমূর্তি স্মানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও বিভিন্ন কিয়াং ও বিহারগুলোতে সন্ধ্যার দিকে ফানুস ওড়ানোর কথা রয়েছে।
আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবেন বৌদ্ধ ধর্মালম্বীরা। এ সময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, মৈত্রী, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসরণ ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারগুলো।
উল্লেখ্য; কিয়াং ও বিহারগুলোর প্রবেশমুখে জীবাণু নাশক স্প্রে ছিতিয়ে ভক্তদের প্রবেশ করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে সমবেত প্রার্থনায় মিলিত হন ভক্তরা।
Leave a Reply