খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা থেকে গাঁজাসহ একটি মোটর সাইকেল আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।
বুধবার (১৭ মার্চ) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩ বিজিবি এ অভিযান চালায়। এ সময় গাঁজা বহনকারী গাঁজাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
৩ বিজিবি সূত্রে জানা গেছে, লোগাং-পানছড়ির রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে গাঁজা নিয়ে এক মাদক ব্যবসায়ী রওনা দিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ব্রীজের পাশে অবস্থান নেয় লোগাং সিআইও ক্যাম্প জেসিও না. সুবে. মো. সোলায়মানের নেতৃত্বে বিজিবি’র একটি দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ওই মাদক বহনকারী। পরে বিজিবি বেশ কয়েক বান্ডেল সাড়ে ৯ কেজি ওজনের গাঁজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করে।
Leave a Reply