পানছড়িতে ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন’ এর কমিটি বিলুপ্ত করা হয়েছে।
‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন’ খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত পানছড়ি উপজেলা শাখা এবং পানছড়ি উপজেলার অন্তর্ভুক্ত সকল কমিটির সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণে উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সংগঠনটির জেলা কমিটির সভাপতি মো: আরেফিন নাঈম ও সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (০৩’ আগস্ট) রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাগড়াছড়ি জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক পানছড়ি উপজেলা শাখা ও পানছড়ি উপজেলার অন্তর্ভুক্ত সকল বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণে উক্ত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply