পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সৈয়দা বেগমকে দ্বিতীয়বারে মতো সভাপতি, শামসুন্নাহার বেগমকে সাধারণ সম্পাদক ও লাভলি ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (০১ জুলাই) সকাল ১১টার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, খাগড়াছড়ি জেলার সভানেত্রী ক্রাসাউ মারমা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুথিকা চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক রুপনা চাকমা, খাগড়াছড়ি যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা আজম, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ প্রমূখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে বর্তমান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা বেগমকে পুনরায় সভাপতি, শামসুন্নাহার বেগমকে সাধারণ সম্পাদক ও লাভলি ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
পাশাপাশি নতুন এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।
Leave a Reply