পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় একজন গুরুতর আহত হয়েছে। উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলি নগর নামক এলাকায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।আহত ওই ব্যাক্তির নাম মোঃ রাকিবুল হাসান (১৮)। পিতা- মোঃ আলী হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত রাকিবুল হাসান আলীনগর এলাকা থেকে মোটরসাইকেলের ভাড়া নিয়ে মুসলিম নগর এলাকায় যাচ্ছিল। রাকিবুল পথিমধ্যে পৌঁছালে আলীনগর-মুসলিম নগরের সংযোগস্থলের নির্জন এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত রাকিবুল হাসানের আত্মচিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা হাসপাতাল ও পরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে তৎক্ষণাৎ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসা শেষে থানায় মামলা করা হবে বলেও স্বজনরা বাংলাদেশ সারাবেলা’কে জানিয়েছেন।
Leave a Reply