পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্র ও উল্টাছড়ি ইউনিয়নের একটি সাধারণ ওয়ার্ডে সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পুনঃভোটগ্রহণ হবে ২১ মার্চ ২০২২ তারিখ।
কেন্দ্রগুলো হলো- পানছড়ি ইউনিয়নের পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উল্টাছড়ি ইউনিয়নের রোহিন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সারাবেলাকে জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে পানছড়ি ইউনিয়নের পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছিল এবং রোহিন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ দুই সদস্যের মধ্যে সমান ভোট হওয়ায় আগামী ২১ মার্চ স্থগিত কেন্দ্র দুটিতে এবং সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মাইকিং করে এলাকার জনসাধারণকে অবহিত করা হবে।
Leave a Reply