খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা উজ্জ্বল বরণ নন্দীর স্ত্রী দীর্ঘ দিন যাবত নানা রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে কষ্ট পাচ্ছেন। প্রতিনিয়ত চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে তার। এমন তথ্য পাওয়ার সাথে সাথে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরী অপু।
আজ সোমবার (১২ এপ্রিল) বিকেল ০৪ টার সময় তার নিজ বাসভবনে গিয়ে মংসুইপ্রু চৌধুরী অপু’র পক্ষে এই আর্থিক সহায়তা তুলে দেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। এ সময় তিনি উজ্জ্বল বরণ নন্দী’র স্ত্রী’র
চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করে তার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এসময় বিজয় কুমার দেব বলেন, “উজ্জ্বল কাকার স্ত্রী দীর্ঘদিন যাবৎ নানা অসুখে ভুগছেন। আমি সবার কাছে কাকির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছি। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মংসুইপ্রু চৌধুরী অপু ভাই যে সহায়তা প্রদান করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
Leave a Reply