সপ্তম ধাপে অনুষ্ঠিত পানছড়ি উপজেলার পাঁচটি ইউপির মধ্যে ৪টির ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে ১টি ইউপির ফল।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় লোগাং, চেঙ্গী, পানছড়ি সদর, লতিবান ও উল্টাছড়ি ইউপি গুলোতে সুষ্ঠুভাবে নির্বাচন চলতে থাকে। তবে, বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে ৩ নং পানছড়ি সদর ইউপির পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর এবং ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে, প্রিজাইডিং অফিসার ঐ কেন্দ্রগুলোতে ভোট স্থগিত করেন।
উপজেলা নির্বাচনী ফলাফল কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, ১নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীক নিয়ে ৩৯০২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পায় ২৮০৪ ভোট।
২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৪৬০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পায় ১২৮০ ভোট।
৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২৭১২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পায় ২৬৭৩ ভোট।
৫নং উল্টাছড়ি ইউপির মো: আহির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪৩০২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজয় চাকমা আনারস প্রতীক নিয়ে পায় ৩৭৫৯ ভোট।
৩নং পানছড়ি ইউপির ১০টি কেন্দ্রের মাঝে ৮টির ভোটগ্রহন শেষে আনারস প্রতীক নিয়ে উচিত মনি চাকমা ৫৬৪৩ ভোট নৌকা প্রতীক নিয়ে মো: নাজির হোসেন ৪৪১৯ ভোট পেয়েছেন। স্থগিত কেন্দ্র দুটিতে রয়েছে ৪৬২৮ ভোট।
Leave a Reply