শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করে লতিবান ইউপি ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ০৪টার সময় লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে কেক কাটার পর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
লতিবান ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিরন্জন ত্রিপুরার সভাপতিত্বে এবং লতিবান ইউপি ছাত্রলীগের সভাপতি দীপংকর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতিবান ইউপি আওয়ামী লীগের সভাপতি সাচিং মারমা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিবান ইউপি আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক নিরন্জন ত্রিপুরা, লতিবান ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ক্যাথই মারমা, পানছড়ি সদর ইউপি ছাত্রলীগের সভাপতি শিমুল সাহা, সাংগঠনিক সম্পাদক অংগ্য ত্রিপুরা (অন্তর) সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply