খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নিজ অর্থায়নে ১৫ জন দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র বিতরন করেন স্থানীয় সাংবাদিক মিঠুন সাহা।
পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি ও চৈত্রসংক্রান্তিতে এই করোনা ভাইরাসের মহামারিতেও আনন্দের ধারা ছড়িয়ে দিতে সাঁওতাল, মারমা, হিন্দু, চাকমা, ত্রিপুরা সম্প্রদায়ের গরিব শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
আজ রবিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টার সময় তার নিজ এলাকা তালুকদার পাড়া হতে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এই সময় সাংবাদিক মিঠুন সাহা বলেন, এই করোনা ভাইরাসের মহামারিতে অনেক পরিবার আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে।কিন্তু প্রতিবছর বৈসাবি আসে মহা আনন্দ নিয়ে। তাই এই আনন্দ যেন কখনো ম্লান না হয় তার জন্য চেষ্টা করেছি কিছু গরীব ভাইবোনদের পাশে দাঁড়ানোর।
Leave a Reply