পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে একই পরিবারের দুই জন সহ মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজলার ০৪ নং লতিবান ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুমন ত্রিপুরার দুই সন্তান খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) এবং একই গ্রামের তপন ত্রিপুরা সন্তান প্রাণটি ত্রিপুরা (৭)।
নিহতের স্বজন দীপংকর ত্রিপুরা বলেন “আমরা ১২ টার দিকে আমার ভাইপো ও ভাইঝিকে খুঁজে না পাওয়ায় তাদের খোঁজা শুরু করি। পরে বাড়ির পাশে বাঁধ দেওয়া ছড়ায় গিয়ে দেখি তারা সেখানে পানিতে নিথর হয়ে পড়ে আছে।”
এদিকে এলাকাবাসীর সহযোগীতায় তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে এই ঘটনায় এখনো কোনো অপমৃত্যুর মামলা হয়নি বলে জানান পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন।
Leave a Reply