আজ দশমী,কৈলাসে ফিরে গেলেন দেবী দূর্গা। বিজয়া দশমীতে খাগড়াছড়ির পানছড়িতে পূজা-অর্চনার পর নানা আয়োজনে বিসর্জন দেয়া হয় প্রতিমা।
করোনা সতর্কতায় এবার বিসর্জন এবং দশমীর আয়োজনে ছিল নানা বিধিনিষেধ ও সামাজিক দূরত্বের বলয়।
বাবার বাড়ি বেড়ানো শেষে দেবী দূর্গা এক বছরের জন্য ফিরে গেলেন “কৈলাসের শ্বশুরালয়ে”। সমাপ্তি হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসব।
এর আগে মা দূর্গার কাছে আগামী দিনের জন্য আশীর্বাদ চান হিন্দুধর্মাবলম্বীরা।
পানছড়ির সাঁওতাল পাড়ায় ” শ্রী শ্রী লোকনাথ বাবা সেবা আস্রম” এ ভোগ প্রদান এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় দশমীবিহিত এই পূজার।
অঞ্জলি, দর্পণ বিসর্জন, সিঁদুর দানের পর প্রতিমা বিসর্জন দেয়া হয় আজ।
এছাড়া বাউরা পাড়া, বাম্বু পাড়া, কুড়াদিয়াছড়া, আদি ত্রিপুরা পাড়া, লোগাং, করল্যাছড়িতে সকাল থেকে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান শেষে দেবী মহামায়াকে বিদায় জানানো হয়।
সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয় পানছড়ির সব জায়গায়।
Leave a Reply