খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে মুজিব শতবর্ষ- ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, প্রধানমন্ত্রীর পদকপ্রাপ্ত আনসার সদস্য, পিএসসি, জেএসসি, এসএসসি ২০১৯-২০২০ সালে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রী, গ্রামীণ খেলাধুলায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন প্রদান,সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ০১টার সময় পানছড়ি ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
এর আগে বেলা ১২টার সময় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন শরণার্থী টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, (এমপি) বলেন, “বঙ্গবন্ধু সাধারণ ব্যাক্তি নয়, অসাধারণ একজন ব্যাক্তি”। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসা বিভিন্ন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের দেখে আমি শৈশবে ফিরে গিয়েছি। দেখতে পেয়েছি এখানে রয়েছে দেশের ভবিষ্যৎ কর্ণধার।
এসময় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, বিদ্যালয়ের শুভাকাঙ্খী, সামরিক-অসামরিক কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন মিডিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply