আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশে বিজয়ের এই দিনটি বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালন করছে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ হতে গত রবিবার (১৩ ডিসেম্বর) আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি নেয়া হয়।
সকাল ০৭ টায় কর্মসূচির অংশ হিসেবে নিজ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দলটির নেতাকর্মীরা। পরে, সকাল ০৮ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব’র নেতৃত্বে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বিজয় র্যালিতে অংশ নেয়। র্যালিটি পানছড়ির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক এর নেতৃত্বে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রলীগ পানছড়ি উপজেলা ও বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ০৯ টায় পানছড়ি উপজেলা আওয়ামীলীগ এর নিজ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। পানছড়ি তথা দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা। আরও বলেন বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব ও উন্নয়নের সরকার। এ সরকার আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিনত হবে।
আলোচনা অনুস্ঠানটি সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক।
বিজয় দিবসের স্বাধীনতার এই উৎসবে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে সমবেত হয়েছেন বিভিন্ন স্তরের নারী-পুরুষ।
রাস্তায় আসতে আসতে দেখা গেল গাড়ির সামনে পতাকা, রিক্সায় পতাকা, মাথায় লাল সবুজ ব্যান্ড পরে শরীরে দেশের পতাকা আঁকিয়ে, ব্যানার-পতাকা উঁচিয়ে মিলে মিশে সবাই আজ উদযাপন করছেন বিজয় দিবস।
Leave a Reply