মাস্ক ব্যবহার না করার দায়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে দশজনকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে পৃথকভাবে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দোকান থেকে মাস্ক কিনে তা পরিধান করানো হয়।
নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিট-১৯ আবারো বেড়ে যাওয়াই চলমান মহামারী ঠেকাতে বাধ্যতামূলক ভাবে জনসাধারণকে মাস্ক ব্যবহারের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply