খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকায় ইউসুফ ডিলারের গাছের মিলের পাশে শহর আলী (৫০) নামক ব্যাক্তির বিরুদ্ধে অন্যের বাড়ির পাশ থেকে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ এপ্রিল) রাত ০৮ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত শহর আলীর স্ত্রী কোদাল দিয়ে পাহাড় থেকে মাটি কাটছে। এই সময় প্রতিবেদক মাটি কাটার কারন জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করেই অন্যত্র চলে যান।
এদিকে শহর আলীর বাড়ির পাশে বসবাসকারী শিক্ষক স্বপন সাহার পুত্র শিমুল সাহা বলেন, আমাদের সীমানার পাশ থেকে শহর আলী দীর্ঘ দিন ধরে উঁচু টিলা কাঁটছে। তাকে আমরা এই টিলা না কাটার জন্য বারবার অনুরোধ করেছি। কিন্তু আমাদের কথা তিনি শুনছেন না।
এই বিষয়ে শিমুল সাহা বাদী হয়ে পানছড়ি থানায় অভিযোগ করেছেন বলে তিনি জানান।
শহর আলীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন পাহাড় কাটছিনা। এটা মিথ্যা অভিযোগ।
এ ব্যাপারে পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দুলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছুক্ষণ পূর্বে তালুকদার পাড়া এলাকার দক্ষিণ পাশে একটা জায়গা থেকে টিলা কাটার অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply