পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গতকাল সোমবার বিকালে এই ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ছাত্রীর নাম ফারিহা তাবাসসুম রুম্পা।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে তিনি থাকতেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলাদেশ সারাবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনের মাধ্যমে বাংলাদেশ সারাবেলাকে বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি জানতে পেরেছি মৃত্যুর কারণ পারিবারিক সমস্যা। আমরা মেয়েটির বিভাগের সাথে যোগাযোগ করে তার সব তথ্য বের করে সেগুলো পুলিশের হাতে দিয়েছি। আমরা তাদের আহ্বান জানিয়েছি এ ঘটনায় কেউ যদি দোষী হয়, তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ”
জানা যায়, আত্নহত্যাকারী মেয়েটির বাবার নাম ফরিদ উদ্দীন মণ্ডল। তিনি একজন সরকারি চাকরিজীবী।পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবুলচারায় স্বপরিবারে বসবাস করতেন তারা।নিজ বাসাতেই আত্নহত্যা করেন রুম্পা।
নিহত রুম্পার সহপাঠীদের ধারণা, পরিবারের চাপের কারনে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
জানা যায় পারিবারিকভাবে রুম্পার বিয়ে ঠিক করা হয়েছিলো।যা মানতে পারেননি তিনি।ধার্মিক রুম্পার ভাই অত্যন্ত বদমেজাজি ছিলেন বলেও জানা গিয়েছে।
এসব পারিবারিক কারনে ও মতের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় রুম্পা আত্নহত্যা করে থাকতে পারে বলে তার সহপাঠীদের ধারণা।
Leave a Reply