পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মামুন হায়দার রনি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
ঢকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।
এর আগে গতকাল দূর্ঘটনাজনিত কারনে আহত হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মামুন হায়দার রনির মৃত্যুতে পাবনা জেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
পাবনা জেলার আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা জানাচ্ছেন শোকবার্তা।
এদিকে মরহুমের জানাজা আগামীকাল সকাল ৯ টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে হবে বলে জানিয়েছেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাস।
Leave a Reply