হাতেম তাই! এদেশেই শুধু নই পৃথিবীর প্রায় প্রতিটি শিশু বড় হয়ে উঠে হাতেম তাই’র গল্প শুনে।দানবীর হিসেবে পৃথিবীজুড়ে অবিসংবাদিত এক চরিত্র এই হাতেম তাই। পাবনা জেলার ঈশ্বরদীতে বিশিষ্ট শিল্পপতি আকরাম আলী খান সঞ্জকেও স্থানীয়রা পাবনার হাতেম তাই আখ্যা দেন।সাহায্যের জন্য তার কাছে গিয়ে ফিরে আসা মানুষ নেই চলে।
এবার মহামারী করোনার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট যেন আরো বেড়ে গেছে। এই অবস্থায় সঞ্জু খানের প্রতিষ্ঠান “পাকশী রিসোর্ট ” স্থানীয় অসহায় মানুষদের ইফতারির ব্যবস্থা করেছে। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষের ইফতারি তৈরী ও বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি সঞ্জু খান জানান দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে আছেন।দেশের বাইরে থাকলেও নিয়মিত এলাকাবাসীর সাথে যোগাযোগ রাখেন।তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। প্রতিদিনই ঈশ্বরদীর বিভিন্ন মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ করেন।করোনার জন্য পরিস্থিতি আরো খারাপ।কাজ না করতে পেরে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট দেখার মতো না।
তাই এই অবস্থায় সাধারণ মানুষের পাশে থাকতে তার প্রতিষ্ঠান প্রতিদিনই ইফতারি বিতরণ করছে বলে জানান তিনি।
এদিকে ঈশ্বরদীর পাকশীর বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা গেছে এখানে অনেক নামধারী নেতা থাকলেও তাদের দুঃখ-কষ্টে কাউকেই পাশে পাওয়া যায় না।এক্ষেত্রে ব্যাতিক্রম সঞ্জু খান।
ঈশ্বরদীর মানুষ সঞ্জু খানের এই কার্যক্রমের প্রশংসার পাশাপাশি তা চালিয়ে যাওয়ার অনুরোধ রেখেছেন।
আমি কি সত্যি এ ধরনের উপাধি পাওয়ার যোগ্য? আমি অতি একজন সাধারন মানুষ। চেষ্টা করি সাধারণ মানুষের পাশে সুখে-দুখে থাকার। ভালো থেকো। সত্য হোক মিথ্যা হোক প্রশংসা সবারই ভালো লাগে।